একাত্তর সামাজিক সংগঠন হবিগঞ্জের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার হবিগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের জঙ্গল বহুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান।
সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম অন্তরের সভাপতিত্বে ও সহ-সভাপতি সালমান চৌধুরী সুপ্রিয়-এর পরিচালনায় বৃক্ষরোপন কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল, রেনেসাঁর পরিচালক আবু নাসের মোঃ শাহিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, বিশিষ্ট মুরুব্বি বাবরু মিয়া, হারুন মিয়া, মাওলানা নাসির উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি মিতিন দাস, অর্থ সম্পাদক মাজহারুল ইসলাম তুহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মাহি, সাংগঠনিক সম্পাদক ইকরাম উদ্দিন তুষার, সহ-সাংগঠনিক সৌরভ, সাদি, রকিব, সাংস্কৃতিক সম্পাদক আজিজুর লিমন, দপ্তর সম্পাদক নাজিউর পিয়াস, প্রচার সম্পাদক আব্দুর রকিব, সদস্য মোহন, জয় পাল, সাগর, নিলয় প্রমুখ।
অনুষ্ঠানে মেয়র মিজানুর রহমান মিজান বলেন, গাছ আমাদের ছায়া দেয়, অক্সিজেন দেয় এবং পরিবেশ সুন্দর করে। তাই আমাদের বেশি বেশি গাছ রোপন করতে হবে এবং গাছের প্রতি যতœ নিতে হবে।
সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার জঙ্গল বহুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ দশটি বিদ্যালয়ে বৃক্ষ রোপন করা হয়। অন্যান্য বিদ্যালয়গুলো হলো- রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নীরদাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবাসিক এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাছুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com