লন্ডন প্রতিনিধি ॥ সুন্দরবনের অদূরে ভারত-বাংলাদেশ যৌথ প্রকল্প কয়লাভিত্তিক রামপাল বিদ্যুত কেন্দ্র বাতিলের দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পুলিশের ব্যাপক উপস্থিতিতে গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অংশগ্রহণকারীরা রামপাল প্রকল্প বাতিলের দাবি করে বলেন, এই প্রকল্প থেকে যে বিপুল পরিমাণ কার্বন ও ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য নির্গমন হবে, তা সুন্দরবন ধ্বংস করবে।
সমাবেশ থেকে বলা হয়, বাংলাদেশ সরকার গত জুলাই মাসে ইউনেস্কোর বাকু সম্মেলনের শর্ত অনুযায়ী কোনো ধরনের পরিবেশগত সমীক্ষা ছাড়াই প্রকল্প নির্মাণ বন্ধ রাখার পরিবর্তে রামপাল বিদ্যুত কেন্দ্র নির্মাণ করে চলেছে।
আরও বলা হয়, সরকার কারও মতামতের তোয়াক্কা না করে অন্য একটি দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সুন্দরবন ধ্বংস করার দিকে এগোচ্ছে। একই সঙ্গে সরকার সুন্দরবনের পাশেই আরও ১৪৫টি কারখানা স্থাপনের অনুমোদন দিয়েছে।
প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে এহেন আত্মবিনাশী প্রকল্প এখনই বন্ধ ঘোষণার দাবি করা হয়। সমাবেশকারীরা সরকারকে কয়লানির্ভর নোংরা জ্বালানি থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানি নীতি গ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, সমাবেশের কয়েক দিন আগেই মেইল বার্তায় বাংলাদেশের হাইকমিশনারকে স্মারকলিপি গ্রহণের অনুরোধ করা হলেও তিনি তা গ্রহণ না করেই ব্যাপক পুলিশের সমাবেশ ঘটান। সমাবেশকারীরা হাইকমিশনারের এই ধরনের আচরণের নিন্দা জানিয়ে বলেন, শান্তিপূর্ণ সমাবেশের বিরুদ্ধে এহেন পুলিশি সমাবেশ ও স্মারকলিপি গ্রহণ না করা নিন্দনীয় এবং নাগরিকদের মতামত শুনতে না চাওয়ারই নামান্তর।
সমাবেশে বক্তব্য দেন যুক্তরাজ্য যুবদল নেতা কাজী তাজ উদ্দীন আহমেদ (আকমল), হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক ও বর্তমান যুক্তরাজ্য যুবদল নেতা তোফায়েল আহমেদ, মুখলিছুর রহমান, আখতার সোবহান মাসরুর, মোস্তফা ফারুক, নিসার আহমেদ, রুমানা হাশেম, মিজানুর রহমান, জাহানারা রহমান, আয়েশা সিদ্দিকা, সরাইল থানা ছাত্রদলের সাবেক জয়েন সেক্রেটারি ও বর্তমানে যুক্তরাজ্য যুবদল নেতা মোঃ কবির উদ্দীন, ওয়েস্ট মিডল্যান্ড যুবদলের জয়েন সেক্রেটারি দেলোয়ার হোসেন প্রমূখ।
তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটির যুক্তরাজ্য শাখা, ফুলবাড়ি সলিডারিটি গ্রুপ, রিক্লেইম দ্য পাওয়ার, এক্সআর গ্লোবাল জাস্টিস রেবেলিয়ন, এনভায়রনমেন্টাল জাস্টিস ব্লক, এক্সআর ইয়ুথ ও এক্স আর লিবারেশন প্রভৃতি সংগঠন সমাবেশে অংশগ্রহণ করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com