স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরে এনজিও ইনডেভারের ম্যানেজার অরুন চন্দ্র দেবনাথ (৫০) ২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। বুধবার দুপুর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এ ব্যাপারে ইনডেভার হবিগঞ্জ জেলা ম্যানেজার ইকবাল হোসেন বুধবার মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
নিখোঁজ অরুন চন্দ্র দেবনাথের স্ত্রী সবিতা দেবনাথ জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মাধবপুর পৌরসভার রায়পাড়াস্থ বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন অরুন চন্দ্র দেবনাথ। এর পর থেকেই তিনি নিখোঁজ এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com