চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও দাখিল মাদ্রাসায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণধর্মী সাক্ষাতকার অনুষ্ঠানটি সম্প্রতি অনুুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সুপার আমিনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও চুনারুঘাট মাদ্রাসা শিক্ষক সমিতির সেক্রেটারী মাস্টার মো: মাসুক মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা রমিজ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ। রানীগাঁও দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির শিক্ষার্থীরা প্রধান অতিথি ও ৩ জন বীর মুক্তিযোদ্ধাকে ফুলের মালা দিয়ে বরণ করেন। মাদ্রাসার শিক্ষক মো: মুরাদ হোসাইন ও বায়েজিদের সহযোগিতায় ৪টি গ্রুপে ৪০টি প্রশ্নের উত্তর শেষে মুক্তিযোদ্ধাদের ও প্রধান অতিথিকে মাদ্রাসা কর্তৃপক্ষ পুরস্কৃত করেন। পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করেন সহকারী সুপার মাওলানা মুসলিম খান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com