স্টাফ রিপোর্টার ॥ প্রিমিয়ার লিগ থেকে অবনমন ঘটেছে লেস্টার সিটির। হবিগঞ্জের কৃতি সন্তান হামজা চৌধুরীর দল নেমে গেছে চ্যাম্পিয়নশিপে। ক্লাবের এমন ব্যর্থতায় ছাঁটাই করা হয়েছে কোচ রুদ ফন নিস্টলরয়কে। অপেক্ষা ছিল নতুন কোচের। হামজাদের নতুন কোচ অবশেষে নিশ্চিত হয়েছে। মার্তি সিফুয়েন্তেসকে কোচ হিসেবে নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে লেস্টার। তাদের বরাতে খবরটি প্রকাশ করেছে ইএসপিএন।
৪৩ বছর বয়সী সিফুয়েন্তেস আগে কুইন্স পার্ক রেঞ্জার্সের কোচ ছিলেন। তাকে তিন বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে লেস্টার। স্প্যানিশ কোচ সিফুয়েন্তেসের মূল চ্যালেঞ্জ দলকে আবার প্রিমিয়ার লিগে ফেরানো। লেস্টারের দায়িত্ব পেয়ে সিফুয়েন্তেস বলেন, ‘লেস্টার একটি চমৎকার ক্লাব। আমার জন্য এটি অনেক বড় সম্মানের, যে আমি এই ক্লাবকে সাহায্য করতে পারব। নতুন অধ্যায়ের সাথী হতে পারব।’
গত মৌসুমে হামজা খেলেছিলেন শেফিল্ড ইউনাইটেডে। লেস্টার থেকে ধারে তাকে নিয়েছিল ক্লাবটি। চ্যাম্পিয়নশিপের প্লে-অফে হেরে যাওয়ায় প্রিমিয়ারে ওঠা হয়নি শেফিল্ডের। মৌসুম শেষে হামজা ফিরছেন আপন নীড়ে। লেস্টার কিংবা শেফিল্ড কেউই প্রিমিয়ারে উঠতে না পারায় আসছে মৌসুমে হামজাকে ইংল্যান্ডের শীর্ষ লিগে দেখা যাবে না। তবে, নতুন কোচ সিফুয়েন্তেসের অধীনে হামজারা চাইবেন ফের শীর্ষ পর্যায়ে ফিরতে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com