আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন। জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হয় মসজিদে। বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম। সভায় বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি সিরাজুল ইসলাম তানজিল, মাছুম, নিহত ও আহত অভিভাবকরা জুলাই গণঅভ্যুত্থানের দিনগুলোর অভিজ্ঞতা তুলে ধরেন।
সভায় বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে মাধবপুরে ৪ জন আহত হন। তারা গেজেটভুক্ত হয়েছেন।