স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নারায়নপুর এলাকায় ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ রফিক মিয়াকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব-৯। সে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা সদরের মির্জাপুর বৌলাছড়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে।
র‌্যাব জানান- বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ তাকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত গাঁজাসহ তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।