
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন- পুঁথিগত শিক্ষার পাশাপাশি কোমল মতি শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা শিক্ষা দিতে হবে। প্রাথমিক বিদ্যালয় হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। ওই সময় যদি শিক্ষার্থীদের সঠিক ভাবে নীতি-নৈতিকতা ও দেশ প্রেম শিক্ষা দেয়া যায় তা সারা জীবন মনে থাকবে। বুধবার বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখার আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা স্মারক বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি সাইফুল হক মির্জা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের মহাসচিব মোঃ মিজানুর রহমান, পৌর বিএনপির সভাপতি গোলাপ খানঁ, সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন প্রমূখ।