
স্টাফ রিপোর্টার ॥ আজ ১৭ জুলাই ২০২৫ খ্রিঃ মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের আমৃত্যু চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীর এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। তিনি ২০১৯ খ্রিস্টাব্দের এই দিনে অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীর ব্যক্তি জীবনে সৎ, নির্ভীক এবং পরোপকারী ব্যক্তি হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি ৬ বারের মতো নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং দায়িত্ব পালনরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। যা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত বিরল। তিনি জেলা পর্যায়ের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সম্মাননা সহ অসংখ্য পুরষ্কার ও সম্মাননা অর্জন করেছিলেন।
সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীর এর বড় ছেলে এবং ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল জানান- মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। ইটাখোলা সাহেব বাড়ি জামে মসজিদে কোরআন খতম ও মিলাদ মাহফিল শেষে সকাল ১০টায় দোয়া হবে। পরে পারিবারিক কবরস্থানে শায়িত সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীর এর কবর জিয়ারত অনুষ্ঠিত হইবে।
মরহুমের জন্য পরিবারের পক্ষ থেকে বড় সন্তান নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল সবার কাছে দোয়া কামনা করেছেন।