স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল ১৮ জুলাই সকাল ৭টায় ধুলিয়াখাল চৌরাস্তা হতে নতুন স্টেডিয়াম পর্যন্ত জুলাই স্মৃতি প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হবে। হবিগঞ্জ জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে স্থানীয় কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে এবং যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্যপূর্ণ ও জাঁকজমক পরিবেশে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই অনুষ্ঠানমালার অংশ হিসেবে ১৮ জুলাই সকাল ৭টায় ধুলিয়াখাল চৌরাস্তা হতে নতুন স্টেডিয়াম পর্যন্ত জুলাই স্মৃতি প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com