মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জগদীশপুর চা বাগান স্কুলটিলা এলাকার বাসিন্দা নকুল মুন্ডা ও তার ছোট ছেলে এবং পরিবারের সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নেতা সন্তোষ মুন্ডা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ নকুল মুন্ডার।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (৬ জুলাই) সকালে পূর্ব বিরোধের জের ধরে নকুল মুন্ডার ছোট ছেলের উপর হামলা চালান সন্তোষ মুন্ডা। ছেলেকে বাঁচাতে নকুল মুন্ডা এগিয়ে আসলে তার উপরও হামলার ঘটনা ঘটে। এতে নকুল মুন্ডার একটি হাত ভেঙ্গে যায়। এ সময় তিনি আত্মরক্ষার্থে শোর চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর থানার ওসি শহিদ উল্ল্যা জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।