স্টাফ রিপোর্টার ॥ মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন এর নেতৃত্বে পুলিশের একটি টিম হবিগঞ্জ সদর উপজেলার রিচি, লোকড়া, উমেদনগর, ধল, পইল, নাজিরপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- লোকড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল আওয়াল শুকুর, রবিউল ইসলাম, মাদক মামলার আসামি শ্মশানঘাট এলাকার মৃত রহমত আলীর পুত্র বাঁধন, হরিপুর এলাকার আলি হোসেনের পুত্র সুমন মিয়া, উজ্জল মিয়া, শিপন মিয়া, নাঈম খান, মেহেদি হাসান, শিবলু মিয়া ও সাইফুল। গতকাল বুধবার বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি জানান, এসপি স্যারের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশের হাত থেকে কোনো আসামি ছাড় পাবে না। এ অভিযান নিয়মিত চলবে।