স্টাফ রিপোর্টার ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জ জেলার চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার ঢাকাস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় বোর্ডে তৃণমূল প্রতিনিধিদের গোপন ব্যালটের মাধ্যমে মনোনীত প্রার্থীরা সাক্ষাৎকার দেন। এরপর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
ঘোষিত প্রার্থীরা হলেন- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) মুফতি মাওলানা তাজুল ইসলাম, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) দলটির বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মাওলানা হাদীসুর রহমান, হবিগঞ্জ-৩ (সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই) আসনে হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মহিব উদ্দীন আহমদ সোহেল ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন আহমদ।
দলীয় সূত্রে জানা যায়, প্রতিটি আসনে একাধিক প্রার্থী সাক্ষাৎকার দিলেও যাচাই-বাছাই শেষে উপযুক্ত প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়। চার আসনেই দলীয় প্রতীক ‘হাতপাখা’ নিয়ে নির্বাচনে অংশ নেবেন মনোনীত প্রার্থীরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মহিব উদ্দীন আহমদ সোহেল বলেন- দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়া সম্মান ও বড় দায়িত্বের বিষয়। আমরা সবাই পীর সাহেব চরমোনাই’র কাছে লিখিত অঙ্গীকার দিয়েছি জোটগত সমঝোতার কারণে প্রার্থী তালিকায় পরিবর্তন হলে আমরা তাঁর সিদ্ধান্ত মেনে নেব এবং দলীয়ভাবে কাজ করব।