নিজস্ব প্রতিনিধি ॥ আমাদের শ্লোগান একটাই ‘আবু সাঈদ মুগ্ধ-শেষ হয়নি যুগ্ধ’। যুদ্ধ চলছে। চাঁদাবাজদের বিরুদ্ধে লড়তে হবে। খুনীদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়তে হবে। আগামী দিনে এই লড়াই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান এ কথাগুলো বলেন।
জুলাই শহীদ দিবসে জেলা পর্যায়ের গণহত্যার বিচারের দাবিতে পদযাত্রার সমাপনী অনুষ্ঠানে উপস্থাপনা করেন জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম। বক্তব্য রাখেন জেলার সহ-সভাপতি সিরাজুল ইসলাম, জেলার সহ-সভাপতি দুলাল ভূইয়া, হবিগঞ্জ পৌর গণ অধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক হৃদয়, গণ অধিকার পরিষদের সদর উপজেলা সভাপতি মাওলানা ফরিদ আহমেদ প্রমূখ। এর আগে শহরের কেন্দ্রীয় ঈদগাহ থেকে মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রকদক্ষিণ করে স্থানীয় শিরিষতলায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।