স্টাফ রিপোর্টার ।।হবিগঞ্জ শহরে কিশোরীকে ধর্ষণ করে গর্ভপাত ঘটানোর মামলায় ধর্ষকের সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে সদর মডেল থানার এসআই সুজন শ্যামসহ একদল পুলিশ চুনারুঘাট উপজেলার গাজীপুর থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, সম্প্রতি এক রিকশাচালকের মেয়েকে ধর্ষণ করে গর্ভপাত ঘটানো হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হলে সকল আসামিরা আত্মগোপন করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মাছুলিয়া গ্রামের সফিক মিয়ার পুত্র বিল্লাল মিয়াকে গ্রেফতার করে। ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, বিল্লালকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।