
সুমন আহমেদ বিজয় ।। লাখাই থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা উদ্ধার সহ ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, লাখাই থানার একদল পুলিশ বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বুল্লা বাজার এলাকায় অভিযান চালিয়ে করাব ইউনিয়নের পূর্ব সিংহগ্রামের মৃত আলাই মিয়ার ছেলে গোলাম হোসেন (৬০) ও একই গ্রামের মকবুল মিয়ার ছেলে রাজ্জাক মিয়াকে (৩৫) আটক করে। তাদের কাছ থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে বৃহস্পতিবার রাতে মুড়াকরি গ্রামে অভিযান চালিয়ে কাজল মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী গাঁজা উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক আইনে মামলা রুজুপূর্বক ৩ আসামীকে শুক্রবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com