জুবায়ের আহমেদ, বাহুবল থেকে ।। বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের মহিষদুলং নামক স্থানে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক গুরুতর আহত হয়েছে। শুক্রবার ৪ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মহিষদুলং নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে ট্রাক চালক হারুন হোসেন (৪০) ট্রাক নিয়ে সিলেট যাচ্ছিলেন। এসময় ভোলা জেলার দক্ষিণ আইশা উপজেলার মাঝেরচর গ্রামের আব্দুল আলীর ছেলে শামীম আহমেদ (২৮) সিলেট থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যান নিয়ে ঢাকা যাচ্ছিলেন। দুটি গাড়ি বাহুবল উপজেলার মহিষদুলং নামক স্থানে

আসামাত্রই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় ট্রাক চালক হারুন হোসেন ও কাভার্ড ভ্যান চালক শামীম আহমেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।