হবিগঞ্জ শহরে স্কুলছাত্র জনি দাশের হত্যাকারীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, নতুবা কঠোর আন্দোলন।

গতকাল ৪ জুলাই সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জের আহবানে বিকাল ৫টায় ডাকঘর এলাকার পৌর মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা এ আল্টিমেটাম দেন। পরে মিছিল অনুষ্ঠিত হয়। পীযূষ চক্রবর্তীর সভাপতিত্বে ও মোশারফ হোসেন শান্ত’র পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- নিহত জনির বাবা নরধন দাশ, নূরুল হুদা চৌধুরী শিবলী, অনুপ কুমার দেব মনা, নুরুজ্জামান তরফদার, অ্যাডভোকেট রামচন্দ্র দাশ, অ্যাডভোকেট জিলু মিয়া, তোফাজ্জল সোহেল, রনজন কুমার রায়, সুকান্ত বিশ্বাস, সুব্রত দাশ, রাজন দাশ, গোপাল দাশ, দিবাকর দাশ প্রমুখ।

সভায় জানানো হয়, গত ৩ জুলাই রাত ৩.৩০ মিনিটে বসতঘরে কিছু দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। প্রেস বিজ্ঞপ্তি