
নিজস্ব প্রতিনিধি ।। জ্যাকসন হাইটস, নিউইয়র্কে যুক্তরাষ্ট্রস্থ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হবিগঞ্জ জেলাবাসীর উদ্যোগে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাম্মী আক্তার এর সম্মানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও লাখাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও নিউইয়র্ক স্টেট যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: রেজাউল আজাদ ভূঁইয়া-রেজু ও হবিগঞ্জ জেলা জাসাস সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপুর যৌথ সঞ্চালনায় গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু। অনুষ্ঠানে শাম্মী আক্তার তার বক্তব্যে বলেন- চুনারুঘাট মাধবপুর আসনে দল মনোনীত করলে জনগণকে সাথে নিয়ে সর্বোচ্চ চেষ্টায় এই আসনে বিজয়ী হয়ে ইতিহাস গড়ব। মুক্তিযুদ্ধের সময় মাধবপুরে সেক্টর বন্টন সভায় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের উপস্থিতির কথা স্মরণ করিয়ে বলেন- এই আসনে বিএনপি কখনই বিজয়ী হয়নি। এবার জনগণকে সাথে নিয়ে ধানের শীষের বিজয় এনে দিব। তিনি বলেন- বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড দেয়া হবে। অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্স উল্লেখযোগ্য ভূমিকার জন্য প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন। নিউইয়র্কে বসবাসরত চুনারুঘাট মাধবপুরের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক লোক অনুষ্ঠানে অংশ গ্রহন করে চুনারুঘাট-মাধবপুর”আসনের সম্ভাব্য প্রার্থী শাম্মী আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানান।
উক্ত অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেল- ডেমোক্রেট লিডার এটর্নি মঈন চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোশারফ সবুজ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দীন ভূঁইয়া, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক আবু সাইদ আহদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক- সাইফুর খান হারুন, নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর) সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, আজমীরীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিবুর রহমান সওদাগর, বেসরকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আমীর তালুকদার ফারুক, কমিউনিটি লিডার সৈয়দ নজমুল হাসন কোবাদ, যুক্তরাষ্ট্র যুবদল নেতা আতিকুল হক আহাদ, কমিউনিটি লিডার মিজানুর রহমান মিজান, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ আছকির, চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামছুল আলম শামীম, সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম, আ: রউফ জলাই। বৃন্দাবন কলেজের সাবেক ছাত্রনেতা- শামছুল ইসলাম, সোহাগ আফসার, হাবিব জুয়েল, কয়েস চৌুরী, শাহবাজ আহমদ, মোঃ ইমন, রাহুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ শাম্মী আক্তার শাম্মীকে রাজপথের অগ্নিকন্যা আখ্যায়িত করে আগামী নির্বাচনে চুনারুঘাট-মাধবপুর আসনে ধানের শীষের প্রার্থী হিসাবে মনোনিত করতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ মহাসচিব ও স্থায়ী কমিটির নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান। ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে নির্যাতন নিপীড়নের শিকার প্রিয় নেত্রীকে দেখতে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে বিপুল সংখ্যক লোকের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। মধ্যরাতে নৈশভোজ শেষে অনুষ্ঠানের সমাপ্তি হয়।