এম এ মজিদ ।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (র) মাজার সংলগ্ন মুড়ারবন্দ দরগা জামে মসজিদে (৪ জুলাই ২০২৫ শুক্রবার) জুমার খুৎবায় মাওলানা নেয়ামত আলী বলেছেন- ইসলামের ইতিহাসে মহরম মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসের ১০ তারিখে কিয়ামত হবে। মহরম মাসের আশুরার দিনে সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে রাসুল (সা) এর আদরের নাতী ইমাম হুসেইন (রা) ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। সত্য প্রতিষ্ঠার যুদ্ধে শুধু ইমাম হুসেইন (রা) একাই শহীদ হননি, ইয়াজিদ বাহিনীর হাতে একই সাথে ৭২ জন ইসলামের বীর সেনানী শহীদ হন। এইদিনটি ইসলামের ইতিহাসে খুবই বেদনাবিধুর গুরুত্বপূর্ণ দিন। রাসুল (সা) ইমাম হাসান (রা) ও ইমাম হুসেই (রা) কে এতোটাই স্নেহ করতেন যে, তা তুলনা করাও কঠিন হয়ে যাবে। রাসুল (সা) নামাজ পড়তেন, সিজদায় যেতেন ইমাত হাসান ইমাম হুসেইন (রা) রাসুল (সা) এর পিঠে চড়ে বসে থাকতেন। রাসুল (সা) ও ইমাম হাসান ইমাম হুসেইন (রা) এর মধ্যে গভীর স্নেহমাখা সম্পর্ক ছিল। মাওলানা নেয়ামত আলী বলেন- যারা নেক আমল করেছে তারা সফলকাম হয়েছে। আর সফল ব্যক্তিরাই জান্নাতে যাবে। জান্নাতে তারা চিরকাল থাকবে। সেখান থেকে কেউ বের হতে চাইবে না। তিনি সকলকে ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে যত্নবান হওয়ার আহবান জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com