নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়ের স্ত্রী হালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রমা রায়(৫৮) এর শ্রাদ্ধানুষ্ঠান পরবর্তী বৈষ্ণবসেবা ৪ জুলাই শুক্রবার শিবপাশাস্থ বাসায় সম্পন্ন হয়েছে। ধর্মীয় রীতিনীতি অনুযায়ী শ্রাদ্ধানুষ্ঠানে পৌরোহিত্য করেন শ্যামল চক্রবর্তী, বৈষ্ণবসবায় গোবিন্দ জিউর মন্দিরের সেবায়েত সুদাম বৈষ্ণব। অনুষ্ঠান মালায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, উপজেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গ লাল রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শিক্ষিকা রমা রায় গত ২২ জুন বিকালে ভারতের ব্যাঙ্গালোর নারায়ণা হাসপাতালে ওপেন হার্ট সার্জারী শেষে চিকিৎসারত অবস্থায় পরলোক গমন করেন। বিজ্ঞপ্তি