নিজস্ব প্রতিনিধি ।। সিলেট থেকে সদ্য প্রকাশিত সমাজ রূপান্তরের পাঠ সহযোগী ত্রৈমাসিক ‘সময়পাঠ’ এবং সাহিত্য সংস্কৃতির ছোটকাগজ ‘হিজলকরচ’ এর উদ্যোগে আয়োজিত লেখক পাঠক আড্ডায় অধ্যক্ষ জাহান আরা খাতুন সাহিত্য পাঠের ওপর গুরুত্বারোপ করে বলেন, সমাজকে এগিয়ে নিতে হলে মানুষের মননে ইতিবাচক পরিবর্তন করতে হবে আগে এবং তার জন্য প্রয়োজন জ্ঞান বিজ্ঞান ও সাহিত্যের নিবিড় পঠন পাঠন।

গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জের আমীরচাঁন শপিং কমপ্লেক্সের স্কাই কিং চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ লেখক ও পাঠক আড্ডায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ সারকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর জাহান আরা খাতুন। ‘সময়পাঠ’ সম্পাদক সৈয়দ মনির হেলালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ‘হিজলকরচ’ সম্পাদক রাজেশ কান্তি দাশ।

লেখক-সাহিত্যিকদের সাথে মৈত্রীবন্ধনের মধ্য দিয়ে প্রগতিকামী একটি তরুণ পাঠক ও লেখকগোষ্ঠী তৈরিতে এ রকম সাহিত্য আড্ডার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব প্রদান করে বক্তব্য রাখেন বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মুরলী ধর দাশ,  শব্দকথা সম্পাদক মনসুর আহমদ, লেখক আখতারুজ্জামান সুমন, লেখক সিদ্দিকী হারুণ, আইনজীবী পিনাক রঞ্জন দেবনাথ, দি ডেইলি ট্রাইব্যুনাল এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, লেখক ও আইনজীবী সুব্রত দাস, লেখক সুরঞ্জিত তালুকদার, আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন প্রমূখ।