
স্টাফ রিপোর্টার ।। হবিগঞ্জ সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে ভুয়া সিআইডি অফিসার সোহেল মিয়াসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার গভীর রাতে থানার পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে লস্করপুর গ্রাম থেকে ভুয়া সিআইডি অফিসার সোহেল মিয়া (৪০), ডেভিল হান্টে রায়হান মিয়া (৩০) সহ আরও ৩ জনকে গ্রেফতার করে।
জানা যায়, সোহেল নরসিংদী রায়পুরা এলাকায় সিআইডি পরিচয় দিয়ে প্রতারণা করার সময় গ্রেফতার হয়। বেশ কিছুদিন সেখানকার কারাগারে থেকে জামিনে মুক্তি পেয়ে পুনরায় একইভাবে প্রতারণা করে আসছিল। মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, গ্রেফতারকৃতদের গতকাল আদালতে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com