স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামে সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে এক অসহায় নারী আদালতে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এলাকায় আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। মামলার বিবরণে জানা যায়, কাকাইলছেও গ্রামের খালেদুজ্জামান একই গ্রামের আয়েশা খাতুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে সে তাকে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। বিভিন্ন সময় সে আয়েশার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এতে আয়েশা অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে। এ অবস্থায় সে খালেদুজ্জামানকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু খালেদুজ্জামান বিষয়টি এড়িয়ে যায়। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে খালেদুজ্জামান আয়েশাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিবে বলে অঙ্গীকার করলেও পরবর্তীতে সে আয়েশাকে প্রত্যাখ্যান করে। এদিকে আয়েশা নির্ধারিত সময়ে এক পুত্র সন্তানের জন্ম দেয়। আয়েশা খালেদুজ্জামানের সাথে মিল রেখে তার নাম রাখে নুরুজ্জামান। সন্তান নিয়ে বার বার আয়েশা খালেদুজ্জামানের কাছে গেলেও সে তার সন্তানের পিতৃ পরিচয় না দিয়ে তাকে মারপিট করে তাড়িয়ে দেয়। অবশেষে আয়েশা নিরুপায় হয়ে সন্তানের পিতৃ পরিচয় চেয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে খালেদুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা নং-সি আর-১৬৯। মামলাটি আমলে নিয়ে খালেদুজ্জামানের বিরুদ্ধে বিচার কার্য শুরু করেন আদালত।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com