চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পীরেরগাঁও গ্রামে দুর্বৃত্তদের হামলায় সৈয়দ শামীম (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। রবিবার সকাল প্রায় ১০ টায় সৈয়দ শামীম প্রতিদিনের ন্যায় চুনারুঘাট আসার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় সৈয়দ শামীম দুর্বৃত্তদের কবল থেকে বাঁচতে শোর চিৎকার শুরু করলে আশে পাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আহত সৈয়দ শামীম জানান, হামলাকারীরা তার কাছ থেকে নগদ টাকা ও গলা থেকে ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে গেছে।
সৈয়দ শামীম পীরেরগাঁও গ্রামের সৈয়দ ফজলে জালালীর ছেলে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com