চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ২শ’ পিস ইয়াবাসহ আব্দুল হাই (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টায় ওসি শেখ নাজমুল হকের নেতৃত্বে এসআই শেখ আলী আজহার ও এএসআই বাতেন মিয়াসহ একদল পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে। আটক আব্দুল হাই উপজেলার মিরাশী ইউনিয়নের গোয়াছপুর গ্রামের মৃত ইউনুছ মিয়ার পুত্র।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল হাই’র বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক আব্দুল হাই এলাকার একজন চিহ্নত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। গতকাল বেলা ২টায় আটক আব্দুল হাইকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com