চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের বাসুল্লা জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আম্বিয়া বেগম নামে পঞ্চাশোর্ধ এক মহিলা গুরুতর আহত হয়েছেন। তিনি বাসুল্লা গ্রামের ইউনুছ মিয়ার স্ত্রী। তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আম্বিয়া বেগম জানান, একই গামের জাহাঙ্গীরগংদের সাথে পারিবারিক ও জমিজমা নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। গতকাল সোমবার প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক জমি দখল করতে যায়। এ সময় তিনি তাদের বাধা দিলে তাকে মারপিট করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই মস্তফার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com