স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের কুখ্যাত ডাকাত রেজাউল হক অভিকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে মাধবপুর থানার এসআই মুসলে উদ্দিন ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত অভি ওই গ্রামের মুমিন মাস্টারের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজমিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত অভির বিরুদ্ধে ডাকাতি, চুরি, মাদক ব্যবসাসহ বিভিন্ন মামলা রয়েছে। এর আগে তার ভাই নিরুকে ডাকাতি, চুরি ও মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com