নিজস্ব প্রতিনিধি ॥ খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় বানিয়াচঙ্গের সুবিদপুর ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সোমবার আতুকুড়া বাজারে ডিলার সামছুল হক আখনজীর দোকানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। এ সময় তিনি সঠিকভাবে চাল বিক্রয় করার আহ্বান জানান। চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয় কুমার দাস জয়, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী আলী আকবর খান, ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ডিলার সামছুল হক আখনজী, ইউপি সদস্য আমেনা আখনজী, ইউনিয়ন কৃষি অফিসার ওয়াহিদ মিয়া, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মহিবুর রহমান খান প্রমূখ। উদ্বোধনী দিনে ৩০৮ জনের কাছে মাথাপিছু ৩০ কেজি করে ১০ টাকা দরে চাল বিক্রি করা হয়।
প্রসঙ্গত, সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া বাজারের ডিলার সামছুল হক আখজনী দীর্ঘদিন ধরে সরকারি চাল উত্তোলন করে সঠিক ভাবে অতিদরিদ্রদের মাঝে বিক্রি করে আসছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com