হবিগঞ্জের বিশিষ্ট দন্তরোগ বিশেষজ্ঞ ডাঃ এসএস আল-আমিন সুমন একজন সৌখিন ফটোগ্রাফার। তিনি ফেসবুকে জনপ্রিয় ফটোগ্রাফি অনলাইন গ্রুপ ‘শখের ছবিয়াল’ এর অন্যতম এডমিন ও সমন্বয়কারী এবং ফটোগ্রাফি সোসাইটি অব হবিগঞ্জ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তিনি ‘পাখির চোখে হবিগঞ্জ’ শিরোনামে ফেসবুকে একটি অ্যালবাম চালু করেছেন। যাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ক্যামেরায় আকাশ থেকে ছবি ধারণ করেন। সেই ছবিতে হবিগঞ্জের বিভিন্ন স্থানের চিত্র সুন্দরভাবে ফুটে উঠে। তাঁর উদ্দেশ্য ছবির মাধ্যমে মানুষের কাছে হবিগঞ্জকে তুলে ধরা। এখন থেকে ডাঃ সুমন তাঁর ছবি ও ছবির পরিচিতি তুলে ধরছেন দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকায়। আজ প্রকাশিত হলো বানিয়াচং উপজেলার শচীন্দ্র কলেজ-এর উপর থেকে তোলা তাঁর ছবি।

ডাঃ এসএস আল-আমিন সুমন

শচীন্দ্র কলেজ : ১৯৯৮ সালে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নাগুরায় অবস্থিত কলেজটি শচীন্দ্র লাল সরকার ১০ (দশ) একর জায়গার উপর ৪ (চার) কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠা করেন। বর্তমানে কলেজটি অনার্স পর্যায়ে উন্নীত হয়েছে। শচীন্দ্র লাল সরকার কষ্টার্জিত অর্থে শচীন্দ্র কলেজ ছাড়াও বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজ, শ্রীচৈতন্য সংস্কৃত মহাবিদ্যালয়, নীরদাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলেজ মসজিদ, শ্যামসুন্দর সেবা ট্রাস্ট, হৃদয়-সদয় শিক্ষা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে শিক্ষা বিস্তারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন।