মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে সিলেটগামী পাহাড়িকা ট্রেনের নিচে কাটা পড়া এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা-সিলেট রেলপথের জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার চানপুর নামক স্থান থেকে ট্রেনে কাটা নারীর (৪৫) লাশটি উদ্ধার করা হয়। লাশের পরিচয় পাওয়া যাচ্ছে না।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম খান ও এএসআই ইমরান আহম্মদ জানান, এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। ধারণা করা হচ্ছে সিলেটগামী পাহাড়িকা ট্রেনের নিচে কাটা পড়ে এ নারীর মৃত্যু হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com