স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে মাদক ব্যাবসায়ী নাভনুসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের নিকট থেকে দুই লিটার চুলাই মদ উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো- সদর ইউনিয়নের বিরাট ভাটি পাড়া গ্রামের শফিক মিয়ার পুত্র মাদক ক্যাবসায়ী নাভনু (৩২), মৃত চপলা কান্ত রায়ের পুত্র চয়ন রায় (৩৬), সুনিল সুত্রধরের পুত্র সুকুমল সুত্রধর (৩৪)।
পুলিশ জানায়, আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের সৌলরী মুচি পাড়ায় প্রতিদিন শত শত লিটার চোলাই মদ উৎপাদন করে উপজেলা সদরসহ পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন স্থানে মাদক ব্যাবসায়ীদের মাধ্যমে পাচার করে আসছে। গতকাল রবিবার রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার এএসআই পরিমল দাসের নেতৃত্বে একদল পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রোডে অভিযান ছালিয়ে উল্লেখিতদেরকে আটক করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com