স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুরাবই বাজারে দিনদুপুরে মঈন উদ্দিন (৩০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে অর্থকড়ি লুটে নিয়েছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী ওই গ্রামের ফারুক উদ্দিনের পুত্র।
সূত্র জানায়, মঈন উদ্দিন বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় বাজারের বাচ্চু মিয়ার দোকানের সামনে একদল দুর্বৃত্ত তাকে রাস্তায় আটক করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com