চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় তিন হাজার চারশত পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত মধ্যরাতে বাল্লা রোডের প্রবেশমুখে সিএনজি অটোরিকশা তল্লাশি করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- নবীগঞ্জ উপজেলার মান্দারকান্দি গ্রামের মতলিব উল্লার পুত্র আদর মিয়া (৩৭), চুনারুঘাট উপজেলার গোবরখলা গ্রামের ছুরত আলীর পুত্র রুবেল মিয়া (৩৫), আব্দুল শহিদের পুত্র ফারুক মিয়া (৩২)। এসময় তাদের কাছ থেকে তিন প্যাকেটে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
চুনারুঘাট অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com