চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অটোরিকশা চালিত সিএনজি চুরির সময় ২ ডাকাতকে আটক করে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
গত মঙ্গলবার ভোররাত ৩টার দিকে উপজেলার কালেঙ্গা এলাকাবাসী সিএনজিসহ দুই ডাকাতকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো আন্তঃজেলার ডাকাত দলের সর্দার হবিগঞ্জ সদর উপজেলার যমুনাবাদ গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র আরজু আলী (৪৮) ও তার সহযোগী চুনারুঘাট উপজেলার সুন্দরপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র সোহাগ মিয়া (২০)।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, রাজার বাজার এলাকা থেকে সিএনজি চুরি করে কালেঙ্গায় নিয়ে যাওয়া মাত্রই এলাকাবাসী এ ঘটনা আঁচ করতে পেরে সিএনজি সহ তাদের আটক করে পুলিশ সোপর্দ করেন। সিএনজি মালিক সনাক্ত হলে চুরি হওয়া সিএনজি মঙ্গলবার সন্ধ্যায় নিজ মালিককে সমজে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ডাকাত সর্দার আরজু আলীর বিরুদ্ধে চুনারুঘাট থানাসহ জেলার বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে। বুধবার তাদেরকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com