স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের ধর্মঘর বিওপি’র মাইজহাটি এলাকা থেকে ২টি ভারতীয় গাভী ও ১টি বাছুর আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে নিজস্ব ও সিভিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) শ্রীমঙ্গল সেক্টরের হাবিলদার মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা এই গরু-বাছুর আটক করে। যার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। ৫৫ বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অধিনায়ক লেঃ কর্ণেল এম জাহিদুর রশীদ, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com