স্টাফ রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার মঞ্চে আসছে জীবন সংকেতের নতুন নাটক ‘ন-বৃত্তীয়’। সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ শহরের এম সাইফুর রহমান টাউন হলে এ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। আগামীকাল শুক্রবার নাটকটির ২য় প্রদর্শনী হবে। রুমা মোদক রচিত এ নাটকে নির্দেশনা দিয়েছেন মো. ফজলুর রহমান পলাশ। নাটকে অভিনয় করছেন অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, তন্বী পাল ও জুয়েল রায় জনি।
নাট্যকার রুমা মোদক নাটকটির গল্প নিয়ে দৈনিক হবিগঞ্জের মুখকে বলেন, ‘আমাদের সোকল্ড এস্টাবলিশমেন্ট এর টিকিয়ে রাখার স্বার্থে অব্যাহতভাবে চলে জীবনের অপচয়। চলে মেরুদ-হীন আপস। এর বিপরীতে তবু কিছু উচ্চারণ ঝলসে উঠে খনার জিহ্বার মতো। যার জন্য ক্রুশবিদ্ধ হন যীশু হ্যামলক পান করেন সক্রেটিস। ন-বৃত্তীয় মেরুদ-ী মানব সন্তানের সত্যের দিকে যাত্রার আখ্যান। আত্মস্বার্থের বিপরীতে ঝলসে উঠার মানবিক প্রয়াস।’
ন-বৃত্তীয় নাটকের নির্মাণশৈলি নিয়ে নির্দেশক মো. ফজলুর রহমান পলাশ বলেন, ‘রুমাদির নাট্যভাষ্যে আমি সত্যিকার অর্থে সোঁদা মাটির গন্ধের মত জীবনের বাস্তবিক নিগুঢ় চিত্র দেখতে পাই। এই ন-বৃত্তীয় তারই অংশ। কেবলমাত্র অভিনয়কে প্রাধান্য দিয়ে নাট্য নির্মাণের সকল উপাদান সহযোগে আমরা নাটকটি সৃজনের চেষ্টা করেছি। নিছক বিনোদনের বাইরে এসে নাটকটি যদি কোথাও একটুখানি আপনার-আমার ভাবনার দ্বারে কড়া নাড়তে পারে তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’
জীবন সংকেতের সভাপতি ও নাটকের কেন্দ্রীয় চরিত্র অনিরুদ্ধ কুমার ধর শান্তনু বলেন, ‘জীবন সংকেতের ৩৬তম প্রযোজনা রুমা মোদক রচিত ও মো. ফজলুর রহমান পলাশ নির্দেশিত নাটক ‘ন-বৃত্তীয়’। কমলাবতীর পালা থেকে জ্যোতিসংহিতা পর্যন্ত জীবন সংকেতের নাট্যপ্রযোজনাগুলোর আত্মপরিচয় সন্ধানে যে বাঁক, ‘ন-বৃত্তীয়’ সেদিক থেকে বলা যায় আমাদের ব্যতিক্রমী সংযোজন। অধিক নাট্যকর্মীর অংশগ্রহণে, কোরিওগ্রাফ, সঙ্গীত ও ডিজাইনে নিজস্ব শিল্পবিশ্বাসে নাট্যভাষ্য উপস্থাপনের যে প্রয়াস, তার বাইরে গিয়ে প্রথমবারের মত আমরা উপস্থাপন করছি স্বল্পসংখ্যক নাট্যকর্মীর অভিনয়নির্ভর একটি নাট্যপ্রযোজনা।’
জীবন সংকেতের সাংগঠনিক সম্পাদক সৌরভ বিকাশ দেব নাটকটি দেখতে সকলকে আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘আমরা দীর্ঘদিন পর একটি নতুন নাটক মঞ্চে এনেছি। আশা করছি আমাদের নতুন এ প্রযোজনাটি সকলের ভাল লাগবে।’
ন-বৃত্তীয় নাটকের মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন মো. ফজলুর রহমান পলাশ। পোশাক পরিকল্পনা করেছেন ঋতুপর্ণা সাহা। কাজী শামস্, নাঈম মাহমুদ করেছেন আবহ সঙ্গীত। পোস্টার, স্যুভেনির ডিজাইন করেছেন মাজহারুল ইসলাম পাভেল।