সর্বদলীয় উলামা পরিষদের সংবাদ সম্মেলন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে হেযবুত তওহীদের ঈমান বিধ্বংসী আক্বিদা প্রচার নিষিদ্ধের দাবিতে সর্বদলীয় উলামা পরিষদ নবীগঞ্জের উদ্যোগে মঙ্গলবার বাদ মাগরিব ওসমানী সড়কস্থ দারুল উলুম মাদরাসা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা নুরুল হক নবীগঞ্জী। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদির হোসাইনী, আনোয়ারুল উলুম মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শাহ আলম, জয়নগর জামে মসজিদের খতিব হাফেজ রহুল আমিন চৌধুরী, আল করিম মসজিদের ইমাম মাওলানা মুনসুর আহমেদ আজাদ, মদিনা মসজিদের ইমাম মাওলানা শিহাব উদ্দিন, নহরপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম, ইব্রাহিম (আঃ) মসজিদের ইমাম হাফেজ আলাউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন মুফতি মাহবুবুর রহমান, হাজী দিলাওর মিয়া চৌধুরী, মাওলানা আয়াত আলী, মাওঃ রফি উদ্দিন জালালী, হাফেজ খালেদ সাইফুল্লা, মাওলানা আলী আক্কাস মোল্লা, হাফেজ নাজমুল হুদা, মাওলানা আজমান আলী, মাওলানা ইব্রাহিম ইউসুফ, মাওলানা আব্দুল মন্নান, মাওলানা এনামুল হক, মাওঃ মুস্তাকিম বিল্লাহ সেলিম, হাফেজ রুমন আহমেদ, হাফেজ ইয়াছিন আলী, আকমল হোসেন আজাদ টিটু।
সংবাদ সম্মেলনে উলামা পরিষদ নেতৃবৃন্দ তাদের লিখিত বক্তব্যে বলেন, হেযবুত তওহীদ তাদের প্রচার প্রচরণায় আমাদের পবিত্র মহান ইসলাম ধর্ম এবং প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ)কে কটুক্তি ও বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করায় নবীগঞ্জের সর্বস্তরের আলেম উলামাগণ ধর্মপ্রাণ জনতার মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরই প্রতিবাদে ১১ সেপ্টেম্বর বুধবার বাদ যোহর বিশাল বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর পরিষদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উলামা পরিষদের দাবিগুলো সামাজিকভাবে বাস্তবায়নের আশ্বাস দিয়ে কর্মসূচি না করার অনুরোধ করলে তাৎক্ষনিক জরুরী মিটিং করে কর্মসূচি মূলতবি করা হয়। সেই সাথে হেযবুত তাওহীদের নবীগঞ্জ উপজেলা সভাপতি জসিম উদ্দিনসহ তার সহযোগীদের গ্রেফতারের জন্য ৭ দিনের আল্টিমেটাম দেয়া হয়। ৭ দিনের মধ্যে তাদেরকে গ্রেফতার এবং হেযবুত তওহীদের ঈমান বিধ্বংসী আক্বিদা প্রচার নিষিদ্ধ করা না হলে আগামী ১৭ সেপ্টেম্বর রোজ বুধবার দুপুরে নবীগঞ্জে বিশাল বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলনে।