পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে জাতীয় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতা গত মঙ্গলবার স্থানীয় ইস্কন মন্দিরে অনুষ্ঠিত হয়। এতে জেলার ৯টি উপজেলার ৮১ জন প্রতিযোগী অংশ নিয়ে তিনটি বিভাগে ৩ জন করে মোট ৯ জন ১ম, ২য় ও তৃতীয় স্থান অধিকার করে পুরস্কৃত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নিরুর সভাপতিত্বে ও প্রমথ সরকারের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, উপদেষ্টা মন্ডলীর সদস্য অহিন্দ্র দত্ত চৌধুরী, শংকর পাল, জগদীশ চন্দ্র মোদক, বীরেন্দ্র লাল রায়, ফণী ভূষণ দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, দেবাঞ্জন ভট্টাচার্য্য, পার্থ প্রতীম দাশ, অশোক রায় মঙ্গল, বিশ্চজিৎ বণিক চন্দন, অর্জুন রায়, রজত রায়, মিহির দাশ, অমীয় রায়, অ্যাডভোকেট তুষার মোদক, গৌতম রায়, কৌশিক আচার্য্য পায়েল প্রমুখ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সুজিত পাল, বন বিহারী রায়, পংকজ ভট্টাচার্য্য ও শংকর অধিকারী।
প্রতিযোগিতায় ক বিভাগে ১ম জয়শ্রী রায়, ২য় দুর্জয় দেব প্রহর ও ৩য় অনিক দাশ, খ বিভাগে প্রথম পুষ্পিতা দাশ, ২য় পলাশ দাশ ও ৩য় সূচনা রাণী দেব এবং গ বিভাগে ১ম বৃষ্টি রাণী দাশ, ২য় মুন্নী দেব ও ৩য় স্থান অর্জন করে রিম্পি দত্ত। উল্লেখিত ৯ জনকে পুরস্কার হিসেবে ক্রেস্ট, শ্রীমদ্ভগবদ্গীতা এবং নামাবলী প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকলকেই দেয়া হয় শুভেচ্ছা উপহার। প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গীতা পাঠ প্রতিযাগিতার এই আয়োজন যুবসমাজকে ধর্মীয় অনুশাসন শিক্ষায় আগ্রহী করবে। নিয়মিত এ ধরণের আয়োজন তরুণ সমাজকে অপরাধ থেকে দূরে রাখবে বলে মনে করছেন তারা। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com