স্টাফ রিপোর্টার ॥ দ্রুত বিচার আইনের মামলায় জাতীয় পার্টির নেতা নোমান মোল্লাসহ ৬ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/দ্রুত বিচার আদালতে নোমান মোল্লা সহ ৬ জন আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের রাহেনা আক্তার বাদী হয়ে গত বছরের ২৬ আগস্ট হবিগঞ্জ দ্রুত বিচার আদালতে নোমান মোল্লা সহ ১৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, সরকারী খাস খতিয়ানের ভূমি জ্বাল দলিলের মাধ্যমে দখল সহ তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক মামলাটি তদন্তের জন্য অফিসার ইনচার্জ হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় প্রেরণ করেন। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উক্ত মামলাটি মোঃ আব্দুল করিম এস.আইকে তদন্তভার দেন। তদন্ত কর্মকর্তা গত ২১ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com