চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আগুনে পুড়ে গেছে। যার নং ঢাকা মেট্রো- ক ০৩-৯৬০৬।
মঙ্গলবার সকাল ১১টায় পৌর শহরের উত্তর বাজার টিএমএসএস অফিসের সামনে এ ঘটনাটি ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুর্ঘটনার সাথে সাথে প্রাইভেট কারে থাকা এক মহিলা ও এক পুরুষকে পালিয়ে যেতে দেখতে পায় স্থানীয় লোকজন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই প্রাইভেটকার চুনারুঘাটের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যেই আগুন প্রাইভেট কারে ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ স্থানীয়রা থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে আনে।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই প্রাইভেটকারের মালিককে এখনো পাওয়া যায়নি। প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com