বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক সৃষ্ট উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় হবিগঞ্জে শুরু হলো নতুন উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে ফ্রি প্রশিক্ষণ কর্মসূচি। একই সঙ্গে উদ্বোধন হলো উদ্যোক্তা উন্নয়ন ও বিনিয়োগ সহায়তা কেন্দ্রের। অনুষ্ঠান উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসকের পক্ষে এডিসি সার্বিক অমিতাভ পরাগ তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও হবিগঞ্জ চেম্বারের সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম, সফল উদ্যোক্তা ও হবিগঞ্জ টিম্বারের স্বত্ত্বাধিকারী জাকারিয়া চৌধুরী, বিসিকের সভাপতি দেওয়ান মিয়া, টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, পূবালী ব্যাংক লিমিটেডের ম্যানেজার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উদ্যোক্তা উন্নয়ন ও বিনিয়োগ সহায়তা কেন্দ্রের প্রশিক্ষক তরিকুল ইসলাম। বক্তাদের মধ্যে অমিতাভ পরাগ তালুকদার উদ্যোক্তাদের স্থানীয়, কৃষিজাত কাঁচামাল ব্যবহার করে টেকসই উন্নয়নের লক্ষ্যে ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ উৎপাদন নিশ্চিতকরণে গুরুত্বারোপ করেন। মোতাচ্ছিরুল ইসলাম তরুণদের সাহসী হতে উদ্বুদ্ধ করেন। এই প্রকল্প আগামী ১৫ মাস হবিগঞ্জ জেলা হতে ৩৭৫ জন দক্ষ ও সফল উদ্যোক্তা তৈরি করবে। আগ্রহী উদ্যোক্তারা ০১৭৪০২১২৭২২ অথবা ০১৭৩২৫৫৫৭২৩ নম্বরে এসএমএস করে অথবা সরাসরি অফিসে গিয়েও নিবন্ধন করে ফ্রি-প্রশিক্ষণের সুবিধা নিতে পারবেন। অফিসের ঠিকানা ৩নং পুল, বহুলা রোড, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com