স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার হরিতলা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’দল লোকের সংঘর্ষে স্কুলছাত্রসহ উভয়পক্ষের ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্র জানায়, ওই গ্রামের রঙ্গু মিয়ার সাথে নবীর হোসেনের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে ওই সময় রঙ্গু মিয়া ও তার লোকজনের মাঝে সংঘর্ষ হয়। এতে ৯ম শ্রেণীর ছাত্র ইয়াসিন মিয়া (১৫), মোস্তাক মিয়া (১৮), খালেক মিয়া (১৯) আহত হয়। তাদের মধ্যে দু’জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ইয়াসিনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com