স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্যস্থ বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকে হবিগঞ্জের মেধাবী ও অসচ্ছল ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে। প্রাথমিক পর্যায়ে বৃন্দাবন সরকারি কলেজের ৫ জন ছাত্রছাত্রীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার দুপুরে কলেজের ব্যবস্থাপনা বিভাগের সেমিনার কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ইলিয়াছ বখত চৌধুরী জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ এলিয়াছ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জহিরুল হক শাকিল, বৃন্দাবন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহনাজ পারভীন, প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ নজরুল ইসলাম ভূইয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান। প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক আ ব ম ফখরুদ্দিন খান পারভেজের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ জামাল হোসেন, প্রভাষক উম্মে আইমন তামান্না, হবিগঞ্জ তারুণ্য সোসাইটির সভাপতি আবিদুর রহমান রাকিব প্রমূখ।
অনুষ্ঠানে অধ্যক্ষ এলিয়াছ হোসেন বলেন, যুক্তরাজ্যে বসবাসরত ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারী প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন তাদের শিক্ষা প্রতিষ্ঠানের অনুজদের পাশে দাঁড়ানোর যে মহতি উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসনীয়। অনুষ্ঠানে বৃন্দাবন কলেজের উচ্চমাধ্যমিক ও স্নাতক সম্মান শ্রেণীতে অধ্যয়নরত ৫ জন মেধাবী ছাত্রছাত্রীকে ৪ হাজার টাকা করে ২০ হাজার টাকা প্রদান করা হয়।
এদিকে বৃন্দাবন কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কের সভাপতি আলী নেওয়াজ মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল হক মাক্সীম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ও কোষাধ্যক্ষ মুকিত চৌধুরীসহ সকল নেতৃবৃন্দ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান শিক্ষার্থীদের মাঝে তাদের সামর্থ্য অনুযায়ী অল্প সহযোগিতা প্রদান মূলতঃ সংগঠনের প্রতিশ্রুতির প্রথম ধাপের সূচনা। পর্যায়ক্রমে এ সংগঠন প্রতিশ্রুতি অনুযায়ী গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখবে। অপর এক বিবৃতিতে সংগঠনের সদস্য সাইফুল ইসলাম হেলাল বলেন, বৃন্দাবন কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকে হবিগঞ্জের শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে কাজ করতে চায়।
উল্লেখ্য, বৃন্দাবন কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কে ইতোমধ্যে দূরারোগ্য রোগে আক্রান্ত উত্তর শ্যামলী মসজিদের মোয়াজ্জিন ইকবাল চৌধুরীর চিকিৎসার্থে ১ লাখ টাকা প্রদান করেছে। এসোসিয়েশন নেতৃবৃন্দ জানান অচিরেই সংগঠনটি লন্ডনে একটি মিলনমেলা তথা প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনীর আয়োজন করতে যাচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com