স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় প্রায় ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত বুল্লা-সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সোমবার বিকেলে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সংক্ষিপ্ত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তিনি। এ সময় এমপি আবু জাহির বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, দেশকে এগিয়ে নিতে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের বিকল্প নেই। তাই বর্তমান সরকার শিক্ষক-শিক্ষার্থীদের সকল সুবিধা নিশ্চিত করে যাচ্ছে। এ সময় তিনি লেখাপড়ায় মনযোগী হতে শিক্ষার্থীদের প্রতি আবহান জানান।
উদ্বোধনকালে লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বদিউল আলম কাজল, প্রধান শিক্ষক ফজলুল করিম, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com