সৈয়দা ইয়াসমীন

মা গো,
কেমন আছ জানি না।
আমি মোটেও ভাল নেই মা,
তোমার রক্তে মাংসে গড়া
এই আমি, নারীর বাধঁন ছিন্ন
করে আজ দূর, বহুদূরে।

এত সুখ আর শান্তির মাঝেও
এক অসুখী আর অশান্ত আমি।
হাজার মানুষের ভীড়েও
বড্ড একা মা।

কি যেন এক
অজানা কান্না আমায়
ঘিরে রাখে সারাবেলা।
এত অর্জন আর পাওয়ার
মাঝেও এক অজানা অতৃপ্তি
আমায় গ্রাস করে মা।

এখানে সব আছে।
নেই শুধু তোমার বুকের উঞ্চতা
আর অকৃত্রিম ভালোবাসা।
অনেক অনেক ভাল থেকো মা