স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ সহোদর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন ওই গ্রামের মৃত ছাবু মিয়ার পুত্র আব্দাল মিয়া (৩৫) ও তার ভাই রাজু মিয়া (৫০)। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, একই গ্রামের নূর আলমের সাথে আব্দাল মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে ওই সময় নূর আলম, শহীদ, ফরিদ, জয়নালসহ একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দালের বাড়িঘরে হামলা ভাংচুর চালায়। এসময় তারা প্রতিবাদ করলে তাদের পিটিয়ে আহত করে অর্থকড়ি লুটে নেয়। স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com