বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠিত হয়েছে। গত ২৯ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সভাপতি আশরাফ জালাল খান মনন ও সাধারণ সম্পাদক আব্দুল মমিন মিয়া স্বাক্ষরিত এক পত্রে ২৪ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়। অনুমোদিত কমিটির আহ্বায়ক হলেন- অ্যাডভোকেট তারেক রহমান শাওন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম রিপন ও সদস্য সচিব আব্দুল মুবিন মিজান। কমিটিতে আরো ৯ জনকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়েছে। তারা হলেন- দেলোয়ার হোসেন, মোঃ রূপস আহমেদ, আবুল বাশার সোয়েম, শিশির উদ্দিন খান, তোফায়েল আহমেদ, আশিক মিয়া, সুজন মজুমদার, মোস্তাক মিয়া, মোঃ হারুন মিয়া। সদস্যরা হলেন- আল-আমিন, মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম সিদ্দিকী, মোঃ মাইনুল ইসলাম, শেখ রাসেল মিয়া, বদরুজ্জামান মশিউর, মোঃ বাবুল মিয়া, শাহ আলম প্রান্ত, মোঃ জসিম উদ্দিন, ফখরুল ইসলাম, আরিফ খান রিপন, তুষার পাঠান প্রমূখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম হবিগঞ্জ জেলা শাখার কমিটি অনুমোদন দেয়ায় কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ অন্যান্য নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আশরাফ জালাল খান মনন ও সাধারণ সম্পাদক আব্দুল মমিন মিয়া, কেন্দ্রীয় সহ-সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার আলম খানসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অভিনন্দন জানান। প্রেস বিজ্ঞপ্তি