রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ সরকারি-বেসরকারি নানা দপ্তরে চাকুরীরত সিলেট শাবি’র প্রাক্তন এক ঝাঁক শিক্ষার্থী নিয়ে গঠিত স্বনামধন্য সামাজিক সংগঠন ‘সাস্টিয়ান-হবিগঞ্জ’র উদ্যোগে এবারও অনুষ্ঠিত হলো পবিত্র ঈদুল আজহা পরবর্তী গেট-টুগেদার-২০১৯। শুক্রবার জেলার মাধবপুর উপজেলার নয়ানাভিরাম পর্যটন ও পিকনিক স্পট হিসেবে পরিচিত শাহজিবাজার গ্যাস ফিল্ড ‘ফ্রুটস ভ্যালী’ এবং বাংলা ছায়াছবির শুটিং স্পট হিসেবে পরিচিত পিডিবি রেস্টহাউজে এই গেট টুগেদার অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাস্টিয়ান তোফায়েল তরপদার, সাস্টিয়ান ও এডিশনাল এসপি মোঃ সেলিম, সাস্টিয়ান শাহ মোঃ মকসুদ আলী, সাস্টিয়ান জিয়াউর রহমান, সাস্টিয়ান রেজাউল করিম, সাস্টিয়ান মাসুদ রানা, সাস্টিয়ান আলমগীর, সাস্টিয়ান শংকর, সাস্টিয়ান নেপাল চন্দ্র, সাস্টিয়ান ওয়াহাবের সার্বিক তত্ত্বাবধানে সকাল থেকে রাত পর্যন্ত এই আনন্দঘন গেট-টুগেদারে অংশ নেন শাবি’র শিক্ষক অধ্যাপক ড. জহিরুল হক শাকিল ও আলী ওয়াক্কাস সহ পুলিশ, ব্যাংকার, সমাজসেবা কর্মকর্তা মিলিয়ে হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার সহ দেশের বেশ কয়েকটি জেলা থেকে আগত শাবির শতাধিক প্রাক্তন শিক্ষার্থী। সাথে ছিলেন তাদের পরিবারের সদস্যরাও। এসময় বিশেষ আমন্ত্রণে দৈনিক জনকন্ঠের পক্ষ থেকে এবারও উপস্থিত ছিলেন সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন। দু’পর্বে অনুষ্ঠিত এই গেট-টুগেদার চলাকালে এসব শিক্ষার্থী যেমন আনন্দ মেতে উঠেন, তেমনি ফ্রুটস ভ্যালী ও রেস্ট হাউজ ক্যাম্পাসে থাকা আকর্ষণীয় স্পটগুলো ঘুরে দেখা এবং বিশ্ববিদ্যালয়ে পড়াবস্থায় অনেকেই তাদের স্ব স্ব নানা স্মৃতি তুলে ধরা শুধু নয় বরং তারা নিজ কন্ঠে সঙ্গীত পরিবেশন করে উপস্থিত সকলকেই আনন্দে ভাসিয়ে তুলেন। সেই সাথে চলে ছোট্ট সোনামনিদের পরিবেশনায় আবৃত্তি, গান, নৃত্য। যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলে। এছাড়া অনুষ্ঠিত হয় প্রাপ্ত বয়স্ক নারীদের জন্য হাতবদল ফুটবল খেলা। সকলের জন্য উন্মুক্ত ছিল র্যাফেল ড্র। শেষে স্ব স্ব প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com