স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নায়েবের পুকুর পাড়ে অবস্থিত চৌধুরী বাজার সার্বজনীন পূজা মন্ডপ থেকে চুরি করে নেয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে ওই পূজা মন্ডপের মন্দিরে ঢুকে চোরেরা ৩টি কাসা-পিতল, থালাসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ মন্ডপে গিয়ে মালামাল এলোমেলো অবস্থায় ফেলা দেখতে পান। বিষয়টি হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশকে অবগত করা হলে অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, সদর থানার ওসি মোঃ মাসুক আলী, ওসি তদন্ত জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম হবিগঞ্জ শহরের সকল ভাঙ্গারীর দোকানে অভিযান পরিচালনা করার জন্য পুলিশকে নির্দেশ দেন। এরপর পুলিশ শহরের সকল ভাঙ্গারীর দোকানে তল্লাসী চালায়। রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে ওসি তদন্ত জিয়াউর রহমানসহ একদল পুলিশ কামড়াপুর বাইপাস সড়কের আনোয়ারপুর এলাকার আরজু মিয়ার ভাঙ্গারীর দোকানে অভিযান চালিয়ে মালামালগুলো উদ্ধার করেন। এ সময় পুলিশ অন্য স্থান থেকে চুরি হওয়া ৩টি পানির পাম্পও উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৩টি পানির পাম্প, পিতলের ল্যাম্প, পিতলের থালা, ১শ’ হাত বিদ্যুতের তার, ৭/৮ কেজি তামার তার, গ্রিল, ১টি রেলের পাত ইত্যাদি।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, চৌধুরী বাজার সার্বজনীন পূজা মন্ডপে চুরি হওয়া ৩টি কাসা-পিতল, ১টি থালাসহ অন্যান্য চুরি হওয়া মালামাল আনোয়ারপুর এলাকার আরজু মিয়ার ভাঙ্গারীর দোকান থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও তার দোকান থেকে আরো ৩টি চোরাই পানি পাম্পসহ মালামাল উদ্ধার করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com